জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার ২৮১৫টি আসনের বিপরীতে মোট ২ লাখ ১৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, এবার প্রতি আসনের বিপরীতে ৭১ জন শিক্ষার্থী লড়াই করবেন। এবার পরীক্ষা হবে আলাদা তিনটি বিভাগীয় শহরে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে গতকাল ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বি. দ্র. : (১) ইউনিট ই-এর অন্তর্ভুক্ত সংগীত ও নাট্যকলা এবং ইউনিট উ-এর অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বহুনির্বাচনি পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষার জন্য নির্দিষ্ট হারে ফি প্রযোজ্য হবে। ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচি পরবর্তীতে https://admission.jnu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
(২) ইউনিট ঊ-এ ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা ও অন্যান্য নিরাপত্তার বিষয় চিন্তা করে আমরা ঢাকার বাইরে আলাদা তিনটি বিভাগীয় শহরে একই সঙ্গে ভর্তি পরীক্ষা নেব।
শহর তিনটি হলো রাজশাহী, খুলনা ও কুমিল্লা। যথাক্রমে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই প্রশ্নে একসঙ্গে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউতে নম্বর থাকবে ৭২ এবং (এসএসসি বা সমমান) মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-তে ১০ এবং (এইচএসসি বা সমমান) উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-তে ১৮ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি অনুষদে ৭২ নম্বরের পরীক্ষা হবে আলাদা তিনটি বিষয়ে প্রতি বিষয়ে ২৪ নম্বর করে।
ব্যবসায় শিক্ষা অনুষদে যথাক্রমে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা মিলিয়ে তিন বিষয়ে পরীক্ষা হবে। কলা অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তিন বিষয়ে পরীক্ষা হবে। সামাজিক বিজ্ঞান অনুষদে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা তিন বিষয়ে মিলিয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান অনুষদে রসায়ন, পদার্থবিজ্ঞান বাধ্যতামূলক এবং গনিত ও জীববিজ্ঞান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে মোট তিন বিষয়ে পরীক্ষা হবে।
সে ক্ষেত্রে কোনো শিক্ষার্থী নিজ বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে পরীক্ষা দিলে অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এ তিন বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে।
উল্লেখ্য, গতবারে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলেও এবার শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এ ঘোষণা দেওয়ার পরে এবার ২৮১৫ টি আসনের বিপরীতে ২ লাখ ১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন।