বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোনো অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলে যাবে না। আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল সকালে পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ। সমাবেশের পর পার্টির নেতা-কর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি রাজপথ প্রদক্ষিণ করে।