বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল জানিয়েছে, চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষ্মীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটগুলো সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে। শুক্রবার দিবাগত রাতে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। এ সময় থামার নির্দেশ দেওয়া হলে বোটগুলো পালানোর চেষ্টা করে। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ধাওয়া করে বোটগুলোকে আটক করতে সক্ষম হয়। আটক এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
এ সময় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ৩০ ব্যক্তিকেও আটক করা হয়। জব্দকৃত বোট, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।