সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রাদলগুলোর অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রা উৎসব।
গতকাল ছিল উৎসবের পঞ্চম দিন। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হয় ‘নিহত গোলাপ’ ও ‘আপন দুলাল’। পালাকার আগন্তুকের পালায় নিহত গোলাপ যাত্রাপালাটির পরিচালনায় ছিলেন মো. তাহাজ উদ্দিন। যাত্রাপালাটি পরিবেশন করে শৈলকুপা ঝিনাইদহের যাত্রাদল কুমার নদ অপেরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহাজ উদ্দিন, শুকুর উদ্দিন, সেলিম রেজা, কামরুল ইসলাম, ওহাব উদ্দিন, মো. শফি মণ্ডল, অরবিন্দু বিশ্বাস, মাসুদ রানা, শাহ্ আলম, আসলাম উদ্দিন, ডা. অমোরেশ বিশ্বাস, ফারুক হোসেন মাস্টার, তাছের আহমেদ, মুক্তি রাণী, পারুল বেগম, লতা রাণী বিশ্বাস, লিপি রানী বিশ্বাস, শহিদ উদ্দিন প্রমুখ। পালাকার শামসুল হকের পালায় আপন দুলাল যাত্রাপালাটির পরিচালনায় ছিলেন নুরুল ইসলাম সরদার।
পরিবেশনায় ছিল খিলগাঁও ঢাকার রনি নাট্য সংস্থা।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. মোস্তফা, এম এ রশিদ, জাকির হোসেন, টিপু সুলতান, মো. কাদির, আ. আজিজ, মো. কালাম, মো. সুজন, মো. আবুল, গিয়াসউদ্দিন, জাহাঙ্গীর, মনির হোসেন, খান, বাবুল, হাবিব, মুক্তি রাণী, লাভলী, রেহানা, ঝুমা, লাখি, সুমি, পারুল, স্বপ্না, জহির ও নাজমুল হোসেন প্রমুখ। মাসব্যাপী এই যাত্রা উৎসবে নিবন্ধিত ৩৬টি যাত্রা দল এবং মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’-সহ ৩৭টি যাত্রাপালা পরিবেশিত হবে।
উৎসবের অংশ হিসেবে প্রতিদিন বিকাল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট। উল্লেখ্য প্রতিদিনের প্রদর্শিত যাত্রাপালাগুলো জুরিবোর্ডের বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। ৩১ ডিসেম্বর শেষ হবে মাসব্যাপী এই যাত্রা উৎসব।