পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারি মাসুদ সাঈদী বলেছেন, মানবসেবার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত দেশপ্রেমের শক্তি। দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর মধ্যেই দেশপ্রেমের সত্যতা প্রমাণিত হয়। গতকাল পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, মানুষের সবচেয়ে বড় গুণ হলো মানুষের সেবা করা। একজন স্বেচ্ছাসেবক যখন পরিচয় দেয়- আমি স্বেচ্ছাসেবক তখন তাকে কেউ কোনো কাজে বাধা দেয় না। সমাজও তাকে সম্মানের চোখে দেখে। এই সম্মান কাজের মাধ্যমেই অর্জন করতে হয়। তিনি আরও বলেন, ‘সমাজে কিছু মানুষ আছে যারা ভালো কাজ দেখতে পারে না, শুধু সমালোচনা করে। কিন্তু সমালোচনায় কান দিলে চলবে না। আমাদের কাজ করে যেতে হবে। কারণ সমাজের মানুষের উপকার করাই স্বেচ্ছাসেবার মূলমন্ত্র।’
রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্যও সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া। সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা।