বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের সংকট না হলে সরকারনির্ধারিত তারিখ ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
গতকাল কুড়িগ্রামে জেলা সদরের নিজ বাড়ির পাশে সরদারপাড়ার মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়াও স্থানীয় মাদ্রাসায় নেত্রীর রোগ মুক্তির জন্য সদকায়ে জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করা হয়।
স্থানীয় সাংবাদিকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ দেশের গণ মানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন।
এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, চিকিৎসকদের সংগঠন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ আলী, বিএনপি নেতা শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।