The Queen’s Commonwealth Essay Competition 2025 -এ বাংলাদেশ থেকে জুনিয়র গ্রুপে আনান মুস্তাফিজ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। সে বর্তমানে স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী। চলতি বছরের ২৩ মে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্ট্যান্ডার্ড ফোরের শিক্ষার্থী ছিল। রেকর্ড ৫৩ হাজার ৪৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে আনান শীর্ষ ৫০ জনের একজন। শিশুদের জন্য সুন্দর একটি দেশ ও শিক্ষার পরিবেশ নিয়ে লেখা রচনাটি মূলত আনানের স্বপ্নের প্রকাশ। পুরস্কার পাওয়ায় সে দারুণ খুশি ও উজ্জীবিত। এর আগে ২০২৩ সালে আইসিটি বিভাগ আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে কুইজ প্রতিযোগিতায় ১৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে প্রথম হয় সে। আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ ও মা কাজী তামান্না সিনিয়র সাংবাদিক।