জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউই আজ নিজ অবস্থানে থাকতাম না। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলো ও সচ্ছল ব্যবসায়ীদেরও জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড় আয়োজিত গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, সরকারের বিভিন্ন সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। অনেক পরিবার জীবিকা পরিচালনায় কঠিন সময় পার করছে। তাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এখন সময়ের দাবি। বিশেষভাবে গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন ও চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সংগঠনের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড়-২ আসনের জামায়াত প্রার্থী সফিউল্লাহ সুফি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলার সহসভাপতি ক্বারি আবদুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতের আমির জাহিদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব মিঠুন ইসলাম।