ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষনেতারা। তাঁরা বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। কোনো ব্যক্তির জন্য নির্বাচন পেছানো মেনে নেওয়া হবে না। নির্বাচনে কোনো এসপি-ডিসি পক্ষপাতমূলক আচরণ করলে তাদের তালিকা করে রাখা হবে। পরবর্তী সময়ে পক্ষপাতমূলক আচরণের জন্য তাদের চাকরিচ্যুত করা হবে। গতকাল ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথির বক্তব্য দেন, দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।
এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি মনোনীত হয়েছেন মুনতাছির আহমদ ও সেক্রেটারি করা হয় সুলতান মাহমুদকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘দেশের মানুষ লুটেরাদের আর ক্ষমতায় দেখতে চায় না। বিকল্প হিসেবে ইসলামপন্থি ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। যারা এত দিন নির্বাচন চাইত তারা এখন নির্বাচন পেছানোর জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বলতে চাই, নির্বাচন নিয়ে যত বেশি ষড়যন্ত্র করবেন মানুষ ততই আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নেয়ামত উল্লাহ ফরিদী বলেন, গণভোটের আয়োজন করতে সরকার ব্যর্থ হয়েছে। তবে আমরা চাইব, জাতীয় নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে।
ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। এটি হাস্যকর। কারণ, তাদের ছাত্রসংগঠন ছাত্রদল দেশে নানা অপকর্মের সঙ্গে জড়িত। বিগত দিনে এই বিএনপির রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এদের হাতে দেশ নিরাপদ নয়।
নির্বাচনে পক্ষপাত করা ডিসি-এসপিদের তালিকা করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। কোনো ব্যক্তির জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। এবারের নির্বাচনে ডিসি-এসপিদের থেকে কোনো পক্ষপাতমূলক আচরন আমরা দেখতে চাই না। যদি কেউ সেই সাহস দেখায়, তাদের তালিকা করা হবে। তাদের চাকরিচ্যুত করা হবে।