বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন হয়েছে, এখন বাস্তবে স্বাধীনতা দেখতে চাই-এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর এখন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা করি।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সহসভাপতি তাহমিনা বেগম সন্ধ্যা, সহসম্পাদক আবদুল করিম, অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট মহিউদ্দিন হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন হওয়ার পর এখন বিচার বিভাগ যদি প্রভাবিত হয়, স্বেচ্ছাচারী হয়; সেই ভয় পাচ্ছি। সরকারের তো কোনো নিয়ন্ত্রণ নেই। এ ক্ষেত্রে সচিবালয়ের দ্বারা বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে কি না। তবে আমি বিশ্বাস করি, এটা সম্ভব হবে। এজন্য যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ জারি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি মাইলফলক ও ঐতিহাসিক ঘটনা। তবে সচিবালয় অধ্যাদেশে বিচারক নিয়োগের নীতিমালায় বিচারকদের প্রতিনিধি আছে, তবে আইনজীবীদের প্রতিনিধি নেই। এটি বৈষম্যমূলক। তবে আমরা আশা করি, ভবিষ্যতে এটি করা হবে।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগের থাকা, বিচার বিভাগের ইতিহাসে একটি মাইলফলক ও ঐতিহাসিক ঘটনা। সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ শক্তিশালী হলে আইন পেশার সম্মান বাড়বে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দাবি পূরণ হয়েছে। এখন বাংলাদেশের মানুষ বাস্তবে দেখতে চায়, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।