প্রথমবারের মতো খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে সনাতন ধর্মের কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে। এতে হিন্দু অধ্যুষিত শহরতলির বটিয়াঘাটা ও দাকোপ এলাকায় পাল্টে গেছে ভোটের হিসাবনিকাশ। কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হওয়ায় খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন চমক দেখা দিয়েছে।
জানা যায়, উন্নয়নে পিছিয়ে পড়া আসনটিতে বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। প্রার্থীরা থাকেন হিন্দু সম্প্রদায়ের। সে বিষয়টি বিবেচনায় রেখে ভোটারদের আস্থা অর্জনে সনাতনী সম্প্রদায় থেকে প্রার্থী দিয়েছে জামায়াত। খুলনা-১ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন। এর মধ্যে ৪৩ শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায়ের। ভোটের মাঠে তারাই জয়-পরাজয় নির্ধারণ করবেন।
জামায়াতের প্রার্থী ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়ার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু সংগঠন জামায়াতে ইসলামী সনাতনী শাখার সভাপতি। প্রায় এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় জামায়াতের সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কৃষ্ণ নন্দী জানান, ১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান খুলনায় এলে তিনি তার সঙ্গে দেখা করেন। পরে তাকে ও খুলনা-১ আসনের পূর্বে ঘোষণা দেওয়া জামায়াতের প্রার্থী মাওলানা ইউসুফের সঙ্গে বসেন। সেখানে আমাকে প্রার্থী হিসেবে কাজ করতে বলেন। মাওলানা ইউসুফ আমার সঙ্গে কাজ করার ব্যাপারে সেখানে ঘোষণা দেন।