বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৩ বছর যারা বাংলাদেশ শাসন করেছে, তারা বিদেশি আধিপত্যের কাছে মাথা নত করে বাংলার মানুষের অধিকার বিকিয়ে দিয়েছে। দীর্ঘ পাঁচ দশকেও দেশের মানুষ মর্যাদা নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভারতীয় সংবিধানের মূলনীতিকে বাংলাদেশের সংবিধানে বসানোর মাধ্যমে এ দেশকে পরোক্ষভাবে অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা হয়েছে।
তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় দলের দরকার নেই। এদেশের যুব সমাজই যথেষ্ট। তারাই ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাংলাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মামুনুল হক বলেন, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে শান্তি সমৃদ্ধির সাম্যের বাংলাদেশ আমরা উপহার দেব।
নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিনুল হাসান, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল আজিজ প্রমুখ।
সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আহমদ আলীকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন মাওলানা মামুনুল হক।