বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বেকার সমস্যা সমাধান এবং কাঙ্ক্ষিত সমৃদ্ধিশালী কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব তরুণ সমাজকেই নিতে হবে। এ লক্ষ্যে দুর্নীতিমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সেই কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগামীর নেতৃত্ব তৈরি হয়। অথচ শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য অধিকাংশ ছাত্রসংগঠনের কোনো কর্মসূচি নেই। তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের পরিবর্তে তাদেরকে আগুন জ্বালানোর স্লোগান শেখায়। বিপরীতে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে তার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ক্যারিয়ার গঠনে সহায়তা করে। গতকাল সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শহীদ মিনার চত্বরে কলেজের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাকিব হাসান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের (ইফসু) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
আরও বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ. স. ম আবদুল মালেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সেক্রেটারি শফিকুল ইসলাম। এ সময় ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর ও জেলা শাখা এবং সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, দেশে লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার সমাজের বোঝায় পরিণত হচ্ছে। অথচ রাষ্ট্র তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।