রাজধানীর বিজয় সরণিতে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ে সারা দেশে স্মারকলিপি দিচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বস্তিবাসী। স্মারকলিপিতে পুরোনো বাতিল আইনে নয় বরং ২০১৭ সালের আইনে ক্ষতিপূরণ আদায় এবং সারা দেশের বস্তি পুনর্বাসনসহ মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন ও বিনিয়োগ চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ২০০১ সালে এক রিট মামলায় উচ্চ আদালত সরকারকে নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মার্কেটটি দুই মাসের মধ্যে অধিগ্রহণ করে রিটকারীকে ক্ষতিপূরণ দিতে হবে।
রায়ের ২৫ বছরেও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভুক্তভোগীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুনরায় বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে। ২০০১ সালের রায়ের মর্মার্থ বাস্তবায়নের লক্ষ্যে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’-এর অধীনে সম্পন্ন করার নির্দেশনার জন্য আবেদন জানান ভুক্তভোগীরা। কিন্তু সরকার ও জেলা প্রশাসক ঢাকা নানানভাবে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করতে প্রচেষ্টা চালাচ্ছে সময় ক্ষেপণ করতে। যার পরিপ্রেক্ষিতে সংগ্রাম পরিষদ আবারও প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করছে দুই দফা দাবি বাস্তবায়নের জন্য।