বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের লালবাগ থানা শাখার সাবেক সভাপতি কাজী সাগর আহম্মেদ শাহীনসহ দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সাত দিন রিমান্ড চান তদন্ত কর্তকর্তা।
রিমান্ড আবেদনে বলা হয়, ১৭ নভেম্বর ঢাকা মহানগরীর লালবাগে শাটডাউন কর্মসূচি উপলক্ষে সরকার, সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার লক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনসহ ছাত্রলীগের ১৭-১৮ নেতা-কর্মী সংগঠিত হয়ে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে বিস্ফোরকদ্রব্য বিস্ফোরণের চেষ্টা করেন। ওই দিন দুটি ককটেলসহ সাগর আহম্মেদ শাহীন ও শাহরিয়ার জয় শিহাবকে আটক করা হয়।এ ছাড়া জুলাই আন্দোলনে ঢাকার চানখাঁরপুলে জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।