আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে ৬ ডিসেম্বর জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল ১৫ আবদুল গণি রোড সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ।
তিনি বলেন, এ ছাড়া কর্মসূচিতে আগামী ৩ ডিসেম্বের প্রধান উপদষ্টো এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসনে শিকদার প্রমুখ।