লালমনিরহাটের ঐতিহ্যবাহী এম টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ। শত বছরের পুরোনো। একসময় এই মাঠ ব্যস্ত থাকত নানা খেলাধুলায়। কিন্তু মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সৃষ্টি হয় খানাখন্দ। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকত মাঠটি। বড় বড় গর্তের কারণে এলাকার শিশু-কিশোররা বঞ্চিত থাকত খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিল দীর্ঘদিনের দাবি। পরে বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কাজে নামে বিএনপির নেতা-কর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা ওই মাটি মাঠে ফেলে ভরাট করে দেন তারা। গতকাল সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শীতের সকাল থেকে বিকাল পর্যন্ত মাথায় প্যাস্টা বেঁধে হাতে ডালি-কোদাল নিয়ে নেমে পড়ে মাঠ ভরাটের কাজে। নামে সংগঠনটির অন্য নেতা-কর্মীরা। মাটি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেওয়া হয় মাঠটি। এলাকাবাসী আবদুল ওহাব জানান, এখানে মাঠ থাকলেও দীর্ঘদিন পরে শিশু কিশোরদের খেলার ব্যবস্থা ছিল না। খেলাধুলার পরিবেশ ফিরে আসায় বিএনপির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘চারদিকে শহরের আবাসিক এলাকা মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এম টি হোসেন ইনস্টিটিউট। ১৪ বছরেও মাঠটি সংস্কার করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার। ফলে দিনদিন খেলাধুলার অনুপযোগী হয় এটি। আমরা মাটি এনে নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করে দিচ্ছি মাঠটি।