সরকারি মালিকানায় ইসলামী ব্যাংক চালুর সিদ্ধান্তকে জাতির জন্য সুসংবাদ বলে মন্তব্য করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া। তিনি বলেন, ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনার জন্য কারিগরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং মূল লক্ষ্য হবে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। তাঁর মতে, সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীকে পরিণত হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর গতকাল গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে মোহাম্মদ আইয়ুব মিয়া মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির জন্য প্রস্তুত করা প্রধান কার্যালয় পরিদর্শন করেন। শিগগিরই পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানান চেয়ারম্যান।