বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে মহসিনসহ দুই সংগঠনের নেতারা।
বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার কী অবদান আছে এটা আমরা সবাই জানি। দেশের মানুষকে উনি এতটা ভালোবাসেন যে স্বৈরাচার আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন।’ কাদের গণি আরও বলেন, ‘ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে এত নির্যাতন সইতে হতো না। তাঁর ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। খালেদা জিয়া দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তাঁর সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্ন ছিল। তাবলিগ জামাতের ইজতেমা করার জন্য ৩০০ একর জায়গা খালেদা জিয়া দিয়েছেন। মুসলমানরা তাঁদের মর্যাদাগত, অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।’ এই সাংবাদিক নেতা বলেন, ‘বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ মানুষটি অথই সংকটপূর্ণ অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক।’