ফেনীর নবাগত পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর গতকাল বিকালে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও ইভ টিজিং দমন এবং জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেনীর মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক সমাজের এপিঠ-ওপিঠ। সমাজে বিভ্রান্তি না হয় এমন তথ্য পরিহার করে তথ্য যাচাইবাছাইসহ তার কথাই যেন গণমাধ্যম প্রচার করে এমনটাই তিনি দাবি করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরলসভাবে কাজ করবে। এ ছাড়া নবাগত এসপি উন্নত ট্রাফিক ব্যবস্থা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক কার্যক্রম বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন।