ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের আগে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও নীতিমালা সংস্কারসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এর আয়োজন করে। এতে বিভিন্ন শপিং মলের ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সরকার যদি এনইআইআর চালুর আগে আমাদের সঙ্গে আলোচনায় না বসেন, তবে সারা দেশের মোবাইল ব্যবসায়ীরা ঢাকায় জড়ো হয়ে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা কোনোভাবেই এনইআইআরের বিরুদ্ধে না। তবে কিছু সংস্কার, ন্যায্য করনীতি, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাণিজ্যের স্বার্থে কিছু দাবি ও প্রস্তাবনা রয়েছে। এ বিষয়ে আমাদের ব্যাখ্যা সরকারকে বলতে চাই। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথা না শুনেই একতরফা এনইআইআর চালু করতে যাচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় একই দাবিতে মানববন্ধন করা হয়।
