জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। সচিব পদোন্নতির পর খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফিরোজ সরকার বিসিএস প্রশাসন ১৭ ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি খুলনা বিভাগীয় কমিশনার, স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ মাঠ প্রশাসনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। খুলনা বিভাগীয় কমিশনার থাকার সময় জনপ্রশাসনের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্ব পেলেও পরে সেই পদে আর দেওয়া হয়নি। এরপর থেকে জনপ্রশাসনের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন তিনি।