ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, ‘আল্লাহ ও রসুলের হুকুম ও ফরজ ইবাদত হিসেবে নামাজ, রোজা, হজ, জাকাত পালন করি। কিন্তু ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় কোরআন ও হাদিসের অপর নির্দেশাবলি যেমন চুরি, ডাকাতি, জেনা-ব্যভিচার, হত্যা, মদ্যপান প্রভৃতির দণ্ডবিধির হুকুম আমরা পালন করছি না। যার পরিণতিতে সমাজে পাপাচার ও দুর্নীতির সয়লাব বয়ে যাচ্ছে। এর দায় থেকে আখেরাতেও আমরা মুক্তি পাব না।’ দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ঈসা শাহেদী আরও বলেন, সত্যিকার মুসলমান হিসেবে জীবনযাপন করতে হলে নবী করিম (স.)-এর মাদানি জীবনে রাষ্ট্র পরিচালনা এবং খোলাফায়ে রাশেদিনের ৩০ বছরের খেলাফতের সুন্নাত অনুসরণ করতে হবে।