রাজশাহীতে ওয়েহোম নামে একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে মহানগরীর নিউমার্কেটসংলগ্ন ওই হোটেলের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকার বিমল চন্দ্র অধিকারীর ছেলে। বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সবুজ গতকাল (শুক্রবার) হোটেলটিতে উঠেছিলেন। আজকে (গতকাল) হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হোটেল ত্যাগ করেননি। তাই হোটেলের কর্মীরা রুমের দরজায় তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা জানালা দিয়ে সবুজের ঝুলন্ত লাশ দেখেন। তিনি আরও বলেন, তখন তাঁরা থানায় খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস, ক্রাইমসিনের কর্মীরা ঘটনাস্থলে আসার পর দরজা ভেঙে প্রবেশ করে লাশ উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।