মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ মন্তব্য করে তিনি বলেন, তাই বিগত সময়ে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলে যে, জেলখানায় তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। গতকাল সকালে হাটহাজারী পৌরসভার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
‘শেখ হাসিনার আমল মানে গুম-খুন ও হরিলুটের আমল’ মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, অহিদুল আলম, এম এ শুক্কুর প্রমুখ।