ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ভবন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে ২২ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, দাহ্য ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। ক্রমবর্ধমান অগ্নিঝুঁকি আবারও মনে করিয়ে দিচ্ছে নির্মাণসামগ্রী নির্বাচনই নিরাপত্তার প্রথম ধাপ। দাহ্য উপকরণের বদলে আগুন প্রতিরোধী ও টেকসই সিমেন্ট শিট ব্যবহারের প্রসারই শহর থেকে গ্রাম সব ধরনের স্থাপনার নিরাপত্তার জন্য সময়োপযোগী সমাধান।
অগ্নিঝুঁকির বাস্তবতা-তথ্যে বাড়ছে উদ্বেগ : ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী-৬৪ জেলার মধ্যে ৪৮ জেলায় অগ্নিকাণ্ড বৃদ্ধি, শিল্পাঞ্চলে আগুনের হার ৫ বছরে ৩৫% বৃদ্ধি, ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়ানোর গতি দ্বিগুণ। ভবন নিরাপত্তা গবেষক ড. আবির ইসলাম বলেন, দাহ্য ছাদ ও উপকরণ ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে আগুন প্রতিরোধী রুফিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে দাহ্য ছাদে দ্রুত আগুন ছড়ায়। তাপে গলে ভিতরে আগুন প্রবেশ করায়, শিল্পকারখানা, দোকান, গুদাম ও ঘরের নিরাপত্তা ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে, কম দাহ্যতা ও উচ্চ তাপ সহনশীল সিমেন্ট শিট রুফিং আগুনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।
সিমেন্ট শিট-অগ্নি প্রতিরোধী রুফিংয়ের কার্যকর সমাধান : শিল্প, বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় সিমেন্ট শিট নিরাপদ বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এর বৈশিষ্ট্য-আগুন-প্রতিরোধী, উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল, টেকসই ও মজবুত, ঘর, গুদাম, কারখানায় ব্যবহার উপযোগী। এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মাহমুদুল হক বলেন, দাহ্য রুফিংয়ের তুলনায় সিমেন্ট শিট আগুনের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমায়, যা জীবন ও সম্পদ রক্ষায় বড় ভূমিকা রাখে।
উন্নত রুফিং প্রযুক্তির সুরক্ষা : উচ্চ ঘনত্বের ফাইবার-রিইনফোর্সড প্রযুক্তি সম্পন্ন সিমেন্ট শিট- আগুন ও তাপ প্রতিরোধী। ৩০ বছরেরও বেশি স্থায়ী হয় ও শব্দ নিরোধক। সিমেন্ট শিট ব্যবহারকারীরা বলেছেন, অগ্নিঝুঁকি বিবেচনায় সিমেন্ট শিট ব্যবহার নিরাপত্তা ও সুবিধা সত্যিই সন্তোষজনক।
রুফিং বাজাবের সীমাবদ্ধতা নিরাপত্তার বড় চ্যালেঞ্জ : এখনো দেশে- দাহ্য টিনের ব্যাপক ব্যবহার, স্ট্যান্ডার্ড টেস্টিং সুবিধার অভাব, নিরাপদ রুফিং সম্পর্কে সীমিত সচেতনতা, নিম্নমানের সস্তা পণ্যের প্রবেশ। এই বাস্তবতায় আগুন-প্রতিরোধী রুফিং ব্যবহারের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ভবিষ্যৎ নিরাপত্তার দিকনির্দেশনা : বিশেষজ্ঞদের ধারণা, আগামী ৫ বছরে আগুন প্রতিরোধী সিমেন্ট শিটের ব্যবহার শিল্প ও গ্রামীণ নির্মাণে ৫০% পর্যন্ত বাড়তে পারে। তাদের সুপারিশ-ঘনবসতিপূর্ণ এলাকায় দাহ্য ছাদ ব্যবহারে নিরুৎসাহিত করা, শিল্পকারখানায় অগ্নিরোধী ছাদ বাধ্যতামূলক করা, তাপ সহনশীল রুফিং প্রযুক্তি ব্যবহার বাড়ানো, দাহ্য উপকরণের পরিবর্তে নিরাপদ সিমেন্টভিত্তিক সমাধানের প্রসার। ড. শাফিন উদ্দিন বলেন, ‘আগুন লাগার পর নিয়ন্ত্রণের চেয়ে আগেই প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা বেশি কার্যকর। এতে ক্ষতি ৬০% পর্যন্ত কমানো যায়।’