জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনে সংস্কারের ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, একচ্ছত্র ক্ষমতার কেন্দ্রীভবন ও নির্বাচনব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা রাষ্ট্রকে কাঠামোগত সংকটে ফেলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো অন্তর্ভুক্তিমূলক, অংশীদারমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা।
গতকাল রাজধানীর উত্তরায় নিজের বাসভবনে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সভায় দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কতিপয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়।
গৃহীত রাজনৈতিক সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-জুলাই জাতীয় সনদের প্রতি সমর্থন। নির্বাচনব্যবস্থার সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন কাঠামো গঠনের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। জেএসডি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে এবং এই অংশগ্রহণকে একটি সংস্কার আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে দেখবে। জাতীয় রাজনীতিতে দৃশ্যমানতা বৃদ্ধি ও জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করতে সম্ভাব্য সর্বাধিক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলীয় প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে সমন্বিত নির্বাচনি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।