বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সব চেয়ে জনপ্রিয় ব্যক্তিদের বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুতরাং সব দ্বন্দ্ব ভুলে মিলেমিশে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। গতকাল রাজশাহীর-৪ আসনের বাগমারায় বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় দুলু বলেন, বাগমারায় অধ্যাপক ওয়াহেদ, মরু হামিদকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আপনারা জানেন। আমরা সরকারে ছিলাম, প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের জন্য আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিয়েছি। বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী-৪ আসনের বিএনপি প্রার্থী ডি এম জিয়াউর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।