সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ নভেম্বর যোগদান করেছেন মো. খালিদ মাহমুদ খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন-০২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, মো. খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। -বিজ্ঞপ্তি
তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।