জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করেছে জাতীয় ঐক্য জোট। এ ছাড়াও বাউলদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে। গতকাল পল্টনে সংগঠনের কার্যালয়ে অর্গানাইজিং কমিটির সভায় বক্তারা এ দাবি জানান। জোটের প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও মুখপাত্র মো. মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান, মাওলানা ওবায়দুল হক, মাওলানা আজহারুল ইসলাম, তাইফুর রহমান রাহি প্রমুখ।
সভায় ৫ ডিসেম্বর বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি গৃহীত হয়।
বক্তারা বলেন, বাউল সম্প্রদায় বরাবরই কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মহান আল্লাহ ও নবী-রাসুলদের শানে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তারা নিজেরা কোন ধর্মের অনুসারী তা জনগণের কাছে প্রকাশ করে না। বাউলদের আখড়াগুলোতে ইসলাম ধর্মে নিষিদ্ধ মদ গাঁজা নারী পুরুষের অবৈধ মেলামেশা সমকামিতা এগুলো অহরহ ঘটে থাকে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই আবাস ভূমিতে এ ধরনের ন্যক্কারজনক হীনকর্মকাণ্ড আর সহ্য করা হবে না। ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।