বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেছেন, ডা. মিলনের শহীদ হওয়া ছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম মোড়। গতকাল শহীদ মিলন দিবসে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, নব্বইয়ের অসম্পূর্ণ চেতনা এবারের গণজাগরণ ও অভ্যুত্থানের পর পূরণ হওয়ার প্রত্যাশা ছিল। তবে ২৪’-এর গণ অভ্যুত্থানের পর ঐক্যের পরিবর্তে বিভাজন লক্ষ্য করছি। নানা ধরনের ফ্যাসিবাদী চিন্তা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এর আগে, ডা. শামসুল আলম খান মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ও তার মা।