শহরের অবিরাম ব্যস্ততার মাঝে একটু স্বস্তি পেতে অনেকেই ছুটে চলেন প্রকৃতির খোঁজে। সেই চাহিদাকে পূরণ করল আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ অ্যাগ্রো লিমিটেড। এখানে গড়ে উঠেছে নিরিবিলি স্বস্তিময় এক প্রাকৃতিক পিকনিক স্পট। এখানে সবুজে ঘেরা পরিবেশ, পুকুরপাড়ের শীতল হাওয়া, আর নীরবতার মাঝে প্রকৃতির সঙ্গে কাটানো কিছুক্ষণ হয়ে উঠতে পারে সেরা মুহূর্ত। এখানে রয়েছে খেলাধুলার জন্য সুবিশাল মাঠ। রাতে আছে বনফায়ার ও বারবি কিউরও সুব্যবস্থা। মানুষ যেন প্রকৃতিকে অনুভব করার সুযোগ পান, তার সব ব্যবস্থাই এখানে রয়েছে। রুম ছাড়া এবং রুমসহ ডে-লং প্যাকেজের কয়েকটি ক্যাটাগরিতে পিকনিক করার সুযোগ রয়েছে।
মিরপুর-বেড়িবাঁধ রোডে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আকরান বাজার দিয়ে ডানে খানিকটা গেলেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সংলগ্ন রজনীগন্ধায় আমিন মোহাম্মদ অ্যাগ্রোর অবস্থান। ঢাকার খুবই সন্নিকটে উত্তরাসংলগ্ন হওয়ায় যাতায়াতেও সময় লাগবে একবারে কম। এখানে সুবিধাজনক প্যাকেজের সূবর্ণ সুযোগ নিতে যোগাযোগের জন্য নম্বর ০১৮৯৭৬০৭৫৫৬ এবং ০১৮৯৭৬০৭৫৬৬। বিজ্ঞপ্তি।