বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর সুনাম আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে। সে জন্য বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল সকালে যশোর বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিমানবাহিনীর ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ২০২৫বি এবং এসপিএসএসসি ২০২৫বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ শীতকালীন কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজে নেতৃত্ব দেন অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তানজিম উল ইসলাম। অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিমানবাহিনী প্রধান আরও বলেন, বিমানবাহিনীর প্রতিষ্ঠানগুলোতে দেশিবিদেশি সামরিক বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর বৈমানিকরাও বিমানবাহিনী একাডেমি থেকে সফলতার সঙ্গে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করছে। বিমানবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
এবারের শীতকালীন কুচকাওয়াজের মাধ্যমে আটজন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেছেন। ৮৭তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ লাভ করেন অফিসার ক্যাডেট নাফীস রাফীদ। এ ছাড়া উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মো. সাদিক ইসলাম তামীম ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’, জেনারেল সার্ভিস প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট জান্নাতুল ইসরাত সাবা ‘কমান্ড্যান্টস ট্রফি’ এবং বাফা কোর্স গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট নুসরাত বিনতে ইসলাম নাইস ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। চলতি শীতকালীন টার্মে ‘বীরউত্তম বদরুল আলম স্কোয়াড্রন’ চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।
কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমানবাহিনীর চৌকশ প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়।