সপ্তাহের চতুর্থ দিনেও দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এতে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৭ কোম্পানির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির। টাকার পরিমাণে ডিএসইতে ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেনের শীর্ষে ছিল শাহাজীবাজার পাওয়ার কোম্পানির শেয়ার। ৫৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৫৫ টাকায় কোম্পানিটির ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনে হয়েছে। দ্বিতীয় শীর্ষে থাকা ওরিয়ন ইনফিউশন কোম্পানির ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন তৃতীয় শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্টের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত আছে ২২টির। সিএসইতে ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।