বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। গতকাল দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় তার বাড়িতে গিয়ে এ অনুদান দেওয়া হয়। জানা যায়, শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং একই সঙ্গে জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালেসিস করতে হয়। যুবদলের এই নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগিতার নির্দেশ দেন।
রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, শাহনেওয়াজ আলম রোবা যুবদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটি তার হাতে তুলে দিয়েছি। এ ছাড়া তার যে কোনো ধরনের সহযোগিতায় আমরা পাশে থাকব।