ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনার সঙ্গে জাতীয় পার্টির একাংশের বৈঠক হয়েছে। জাপা প্রতিনিধ দলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গতকাল সকালে রাজধানীর গুলশান-২ নম্বরে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রথম সচিব (রাজনৈতিক) সেবাস্টিয়ান।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিষয়ে জাতীয় পার্টির মতামত জানতে চানতে চাইলে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় আমরা খুশি। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে। ফলে বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু হবে কি না- এ নিয়ে গভীর সন্দেহ রয়েছে।