সিলেটে পুলিশের লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর এলাকার একটি পাকা ঘরের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
র্যাব বলছে, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে এটি গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটের কোনো থানা থেকে লুট হওয়া পুলিশের সাউন্ড গ্রেনেড। এরকম সাউন্ড গ্রেনেড বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যবহার করে থাকে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এসব উদ্ধার সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।