রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. অ ন ম বজলুর রশীদ। গতকাল সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বিভাগীয় কমিশনার বলেন, ‘রাজশাহী একসময় পুকুরের শহর হিসেবে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু পুকুর দখল ও ভরাট হয়েছে। আমরা ইতোমধ্যে এসব বিষয়ে কাজ শুরু করেছি। একটি ভরাট পুকুর পুনঃখননের কাজও শুরু হয়েছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত- রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করা হবে না। নির্বাচনের পর যেসব পুকুর ভরাট হয়ে আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ রাজশাহী নগরের চলমান উন্নয়নকাজে সৃষ্ট যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘শহরের উন্নয়নকাজ একই সময়ে একাধিক স্থানে শুরু হওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। আমি প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেব যে একসঙ্গে একাধিক কাজের বদলে একটির পর একটি কাজ শেষ করা হোক। এতে জনদুর্ভোগ কমবে।’