মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রতিটা স্কুলে বাচ্চা মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে। এখানে আমার দাবি হচ্ছে যে স্কুল বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। উপদেষ্টা বলেন, আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নেই। রাষ্ট্রীয় দপ্তরেও সুব্যবস্থা নেই। হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়, তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে তথ্য ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কুইক রেসপন্স স্ট্রাটেজি (কিউআরএস) নামে ব্যবস্থা চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।
উপদেষ্টা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি মাত্র গুরুত্বপূর্ণ কাজ- সেটি হচ্ছে সব শ্রেণি ও ধর্মের নারী ও শিশুকে সুরক্ষিত রাখা। আমি মনে করি না এর বাইরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর কোনো কাজ আছে। অভিভাবক হিসেবেই এই মন্ত্রণালয়কে দাঁড়ানো উচিত। শিশু-কিশোরী ক্লাবগুলোকে পুনরুজ্জীবিত করা হচ্ছে জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, এটা যেহেতু প্রতিটি ইউনিয়নে আছে তাই এটাই হবে আমাদের ফ্রন্ট ডেস্ক। কিউআরটির ক্ষেত্রে বিদ্যমান যে কাঠামো আছে সেটা কি আমরা কাজে লাগাচ্ছি।