বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি চট্টগ্রাম বন্দর ইজারা সিদ্ধান্ত বাংলাদেশকে নতুন করে বিদেশিদের কলোনিতে পরিণত করবে। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আশরাফুল হক বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দর কেবল একটি বাণিজ্যিক স্থাপনা নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌম নিরাপত্তার গুরুত্বপূর্ণ প্রতীক। বিদেশি নিয়ন্ত্রণের আওতায় এ বন্দর গেলে অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। চুক্তিকে দেশবিরোধী ও দেশ বিক্রির চুক্তি মন্তব্য করে সরকারকে দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। বলেন, নির্বাচনসংক্রান্ত বিষয়ের বাহিরে দেশের এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কোনো অধিকার এ অন্তর্বর্তী সরকারের নেই। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।