জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য দুই দিনে ৩১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার থেকে এ বিতরণকাজ শুরু হয়। প্রথম দিনে মাত্র চার প্রার্থী সংগ্রহ করলেও গতকাল ২৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে মোট ৩১ প্রার্থী মনোনয়নপত্র উঠিয়েছেন। তবে আজ শেষ দিনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। গতকাল সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ চৌধুরী। তবে এখনো কোনো ছাত্রসংগঠনের নেতা-কর্মী ফরম সংগ্রহ করেননি। তবে জানা গেছে, আজ শেষ দিনে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, আপ বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অন্যান্য ছাত্রসংগঠনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জকসুর অস্থায়ী কার্যালয় (শহীদ সাজিদ ভবনের নিচতলায় পুরাতন আইসিকিউ কক্ষ) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। জকসু নির্বাচন কমিশনারের এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এবং হল সংসদের প্রার্থীরা ছাত্রী হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন। ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এ ছাড়া ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৪ , ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোট গ্রহণ হবে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা