নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের আপসহীন নেত্রীকে সাত বছর জেলে রেখেছে। তাকে দেশ থেকে চলে যাওয়ার জন্য অনেক নীলনকশা করেছে কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। স্বৈরাচারী সরকার কিন্তু দেশ ছেড়ে ঠিকই চলে গেছে। এই দেশে আর কাউকে ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। গতকাল সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় গণপ্রচারণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাবেক এমপি গিয়াসউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সন্ধ্যায় তিনি সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিনের বাড়িতে যান। ওই সময়ে দুজন বেশ সৌহার্দপূর্ণ আলোচনা করেন। তাঁরা দুজন কোলাকুলি ও পরস্পরকে মিষ্টিমুখ করান। আলোচনায় গিয়াসউদ্দিনের কাছে সহযোগিতা কামনা করেন মান্নান। এ সময় গিয়াসউদ্দিন বলেন, ‘আমরা যখন ২০০১ সালে নির্বাচন করি তখন আমাদের মুরুব্বি ছিলেন মতিন চৌধুরী। তিনি বলেছিলেন একটি আসন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের পাঁচটি আসনেই কাজ করতে হবে। আমরা সেসময় পাঁচটি আসনেই জয়লাভ করেছিলাম। এ নির্বাচন গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেজন্য আমরা কাজ করব।’
মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক কাউন্সিলর সাদরিল প্রমুখ।