আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুমের মামলায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, র্যাবে থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি।
তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১-তে থাকাকালীন এই আলেপের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ছিলেন গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা মশিউর রহমান।