চট্টগ্রাম জেলা ও নগরে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার। রাজনৈতিক সহিংসতা, হত্যা, আধিপত্য বিস্তার, বালু ও মাটি ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জায়গা দখল-বেদখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। গত ছয় মাসে চট্টগ্রামের ৩ শতাধিক ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। চট্টগ্রামের ব্যবহৃত অবৈধ অস্ত্রের অন্যতম উৎস হচ্ছে মিয়ানমারের কুখ্যাত ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারের কমপক্ষে ১৫ রুট দিয়ে ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’ থেকে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র। এ রুটগুলোর মধ্যে রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি, বালুখালী কাস্টমস ঘাট, উখিয়ার পালংখালী এবং হোয়াইক্যং ইউনিয়নের নলবনিয়া। একাধিক সূত্রের মতে, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্গম, গহিন ও পাহাড়ি এলাকা। ওই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন অস্ত্র পাচারে জড়িত রয়েছে। এ পয়েন্ট দিয়ে আসা বেশির ভাগ অস্ত্র যায় তিন পার্বত্য চট্টগ্রামের অরণ্যে থাকা সন্ত্রাসীদের কাছে। অন্য দুটি পয়েন্ট দিয়ে আনা অস্ত্র যায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এ ছাড়া নাফ নদী দিয়ে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, উলুবনিয়া ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা, দমদমিয়া, জাদিমুরা, নয়াপড়া এবং টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী খাল দিয়েও আনা হয় অস্ত্র। রোহিঙ্গারাই এ রুটগুলোর অস্ত্র পাচারে নেপথ্যে কাজ করছে। মিয়ানমার সীমান্ত থেকে দেশে অস্ত্র পাচারে সক্রিয় রয়েছে ১০টি চক্র। এর মধ্যে আছে আরাকান আর্মি ও রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র চারটি দল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও), রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী হালিমের নেতৃত্বাধীন হালিম গ্রুপ ও নবী হোসেন গ্রুপ। মিয়ানমার থেকে আসা বেশির ভাগ অস্ত্রই চলে আসে চট্টগ্রামের অপরাধী চক্রগুলোর কাছে। চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ‘জেলার প্রতিটি থানার অবৈধ অস্ত্রধারীদের তালিকা হালনাগাদ করার কাজ চলছে। তালিকা তৈরি করা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। অস্ত্রও উদ্ধার হচ্ছে। আর র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। র্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
চট্টগ্রামে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার
ছয় মাসে সংঘটিত ৩ শতাধিক ঘটনায় ব্যবহৃত হয়েছে এসব অবৈধ অস্ত্র
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর