আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সিংহভাগ আসনেই বড় দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলের একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু ব্যতিক্রম ঘটেছে গোপালগঞ্জ-৩ আসনে। এখানে নির্বাচনের জন্য বিএনপি থেকে একক প্রার্থী মাঠে নেমেছেন। জামায়াতসহ অন্য দল থেকেও একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ১ পৌরসভা এবং কোটালীপাড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন গঠিত। আসনটিতে বিএনপির একক প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, গণ অধিকার পরিষদ থেকে ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেল প্রধান কাজী রনি এবং স্বতন্ত্র হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো দল প্রার্থিতার কথাও জানায়নি, তাদের কোনোরকম তৎপরতাও নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনটি নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তারা এখন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল এ দুর্গ দখলে মরিয়া। সে কারণেই একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ব্যাপক তৎপরতা চালাচ্ছে। দলীয় প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ও দলের পক্ষে কথা বলছেন এবং তারা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। ভোট সম্পর্কে বিএনপির সম্ভাব্য একক প্রার্থী এস এম জিলানী বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসন থেকে আমি আগেও দুবার নির্বাচন করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমি নির্বাচনি এলাকায় নিয়মিত যাচ্ছি। ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে বলে আশা করছি। ভোট নিরপেক্ষ হলে আমিই বিজয়ী হব বলে আশা করছি।’ জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন ইসলামী দল ও ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ দলগুলোর সঙ্গে আমরা জোট করার চেষ্টা করছি। এতে সফল হলে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচনে ফলাফল আমার পক্ষে থাকবে বলেই প্রত্যাশা করছি।’ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, ‘প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। আশা করি জনগণ আমাকেই ভোট দেবেন।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা