রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। তিনি বলেন, এবারের মেলায় দুটি হলে থাকবে ১৮০টি বুথ। দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইনস ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র্যাফেল ড্র-এ অংশ নেওয়ার সুযোগ। তিনি আরও বলেন, পর্যটন শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি আমাদের সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বাহক। এ মেলার মাধ্যমে শুধু নতুন ভ্রমণ সুযোগই তৈরি হচ্ছে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার প্রচেষ্টাও করা হচ্ছে। মহিউদ্দিন হেলাল বলেন, মেলায় থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বি২বি) সেশন, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন ও সেমিনার। এ ছাড়া বাংলাদেশ ও ফিলিপাইন দূতাবাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ আয়োজন করা হবে। সেখানে পর্যটন খাতের আসন্ন প্রকল্প ও বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, বর্তমানে দেশে ইনবাউন্ড পর্যটকের সংখ্যা প্রায় ৬ লাখ ৬০ হাজার, যা ১ মিলিয়নে উন্নীত করা গেলে দেশের অর্থনীতি ও ভাবমূর্তির জন্য তা হবে সম্মানজনক অর্জন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ পর্যটনে সবচেয়ে পিছিয়ে রয়েছে; ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা অনেক এগিয়ে গেছে। এ অবস্থান পরিবর্তনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। ইতোমধ্যে বিপণন নীতিমালা ও ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের কাজ চলছে। বক্তাদের প্রত্যাশা, এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সফল ভূমিকা রাখবে। মেলাটির আয়োজন করছে পর্যটন বিচিত্রা। সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে প্রবেশ একেবারেই বিনামূল্যে।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:০৭, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
/
নগর জীবন
আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর