খুলনা নগরীর ট্যাংক রোড এলাকার একটি বাসা থেকে শিউলি বেগম নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত ওই নারীর ছেলে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে শিউলি বেগমকে হত্যা করেছে তার ছেলে রিয়াদ হোসেন।
নিহতের বড় মেয়ে কেয়া আক্তার জানান, সকালে মায়ের ফোন বন্ধ পেয়ে ছোট বোন রিয়া তাকে জানায়। পরে স্বামীকে নিয়ে বাসায় গিয়ে দেখেন বাইরে থেকে তালা ঝুলছে। সারাদিন খোঁজাখুঁজি শেষে রাতে আবার এসে একই অবস্থা দেখতে পান।
পরে বাড়িওয়ালার সহায়তায় সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহ হলে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভেতরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মাকে। সাথে বাসায় থাকা প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান কেয়া।
খুলনা মেট্রোপালিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়িতে স্বামী ও ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন শিউলি বেগম। স্বামী ৫-৬ দিন আগে গ্রামে চলে যাওয়ায় বাসায় মা-ছেলে দু’জনই ছিলেন।
তিনি আরও জানান, গৃহবধূর ছেলে রিয়াদ পালাতক রয়েছেন। সে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ