লালবাগে পূর্ব শত্রুতার জেরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হোসেন এমিটেশন গয়না (কানের দুল) তৈরির একটি কারখানায় কাজ করতেন।
তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে লালবাগের শহীদ নগর ২ নম্বর গলির একটি ভবনের পঞ্চম তলায় পরিবারসহ ভাড়া থাকতেন।
মঙ্গলবার বিকেলে বাসার অদূরে মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল সাড়ে চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।
নিহতের বোন সুরাইয়া আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত বখাটে আবির তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, সোমবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আবিরের সঙ্গে হোসেনের বন্ধু নিরবের কথা কাটাকাটি হয়। সেখানে নিরবের পক্ষ নেওয়ায় হোসেনের সঙ্গেও আবিরের হাতাহাতি হয়। পরে যদিও বিষয়টি আপাতত সমঝোতা হয়, তবে আবির সেটি মন থেকে মেনে নিতে পারেনি।
এরই জেরে মঙ্গলবার বিকেলে কারখানা থেকে বাসায় ফেরার পথে মসজিদ গলিতে হোসেনের ওপর হামলা চালানো হয়। আবির এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে সংবাদ পেয়ে স্বজনরা এসে তাকে হাসপাতালে নেন।
নিহত হোসেন ছিলেন ভাড়াটিয়া ও কারখানার শ্রমিক। অপরদিকে আবির স্থানীয় স্থায়ী বাসিন্দা। নিহতের বন্ধু নিরবও স্থানীয় বাসিন্দা এবং ঘটনার সূত্রপাত তার সঙ্গেই ঝগড়া নিয়ে।
বিডি-প্রতিদিন/আশফাক