রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৩৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রবিবার (৭ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩১টি বাস, ৩১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৭টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩০১টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৫৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত