বরিশাল শিল্পনগরী (বিসিক) এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, তুলা দিয়ে সুতা তৈরি করা ওই কারখানার সিলিংয়ে জমে থাকা ধুলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা কারখানায় থাকা তুলার মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে কারখানার সুতা তৈরির স্পিনিং ইউনিটের কোনো ক্ষতি হয়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেড় শতাধিক শ্রমিক দ্রুত কারখানা ত্যাগ করেন, ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার সিনিয়র ফিটার রুবেল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনে সুতার রিলসহ কারখানার কিছু গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ